পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটার সহ নিহত ৮ জন

১৮ অক্টোবর : পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটার সহ নিহত ৮ জন! শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাতেই তিনজন ক্রিকেটার সহ মোট আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। তিন ক্রিকেটার নাম এবং ছবি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। নিহতরা হলেন, কবীর, শিবঘাতুল্লা এবং হারুন। এদিকে এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিয়েছে এসিবি। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল।

এসিবি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান।  আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীরভাবে শোকাহত। তিন ক্রিকেটার এবং আরও পাঁচজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সাতজন জখম। আফগানিস্তানের ক্রীড়াজগতে এটি অপূরণীয় ক্ষতি। ওঁদের পরিবারের প্রতি এবং পাকতিকার মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’ পাশাপাশি বোর্ডের তরফে এও জানানো হয়, আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানের, তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Spread the News
error: Content is protected !!