জুতো দিয়ে পিটিয়ে তিন শিশুকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে যুবক

৭ ডিসেম্বর : তিন শিশুর উপর চলছে অকথ্য নির্যাতন। ‘আল্লাহু আকবর’ নয় ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হচ্ছে তাঁদের। এ ধরনের এক ভিডিও ভাইরাল হল।

ভাইরাল হওয়া ওই ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, একজন যুবক তিন শিশুকে পায়ের জুতো খুলে তা দিয়ে সজোরে আঘাত করছে। কখনও বা সপাটে চড় মারছে তাঁদের গালে। শিশুগুলি মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে, এবং তাঁদের মধ্যে একজন ‘আল্লাহ’ বলে চিৎকার করার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা তাঁদের আরও জোরে আঘাত করতে শুরু করে।

মারতে মারতেই ওই অভিযুক্ত নির্যাতিত শিশুগুলিকে বলতে থাকে, ‘আর আল্লাহ বলবি? এবার থেকে বল জয় শ্রীরাম’। এরপর প্রচণ্ড ভয় পেয়ে ওই শিশুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে। শিশুগুলি ওই অমানবিক যুবকের কাছে তাঁদের মারধর বন্ধ করার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু সে একবারের জন্যও থামেনি বরং মারের পাশাপাশি তাঁদের পুকুরে ফেলে দেওয়ার হুমকিও দিতে থাকে ওই যুবক।

ওই অমানবিক ভিডিও ভাইরাল হওয়ার পরই তড়িঘড়ি পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলাম জেলার অন্তর্গত অমৃতসাগর পুকুরের কাছে একটি নির্মাণাধীন বিনোদন পার্কে। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ওই যুবক এবং তাঁর বন্ধুকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।

জুতো দিয়ে পিটিয়ে তিন শিশুকে 'জয় শ্রী রাম' বলতে বাধ্য করে যুবক

Author

Spread the News