হাইলাকান্দিতে ৬ টি রিলিফ ক্যাম্পে ৭২০ আশ্রয় নিলেন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৯ মে : অবিরাম বৃষ্টিপাতে হাইলাকান্দি জেলার নদী গুলির জলস্ফীতির ফলে জেলার ৩১ টি গ্রামের ৬ হাজার ২২৭ জন লোক বন্যার কবলে পড়েছেন। জেলায় বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৯১৩ টি গবাদি পশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার লালা রাজস্ব সার্কলে ১৪ টি গ্রাম হাইলাকান্দি রাজস্ব সার্কেলে ১০টি গ্রাম, আলগাপুর রাজস্ব সার্কেলে ২টি এবং কাটলিছড়া রাজস্ব সার্কলে ৫টি গ্রাম চলতি বছরের প্রথম দফার বন্যার কবলে পড়েছে।

লালা সার্কলে দুইটি হাইলাকান্দি রাজস্ব সার্কলে দুইটি এবং কাটলীছড়া রাজস্ব সার্কেলে দুইটি ত্রাণ শিবির এখন পর্যন্ত খোলা হয়েছে। এতে এ পর্যন্ত ৭২০ জন বন্যা দুর্গত আশ্রয় নিয়েছেন। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এক বিবৃতিতে জনসাধারণকে বন্যাকালীন সময়ে মাছধরা এবং কৃষিকাজ না করতে আবেদন জানিয়েছেন।

এদিকে, নদী বাঁধ গুলির উপর প্রশাসন থেকে কড়া নজর রাখা হচ্ছে। বুধবার রতনপুরে কাটা কাল নদীর ডান তীরে বন্যা প্রতিরোধের অস্থায়ী বাদের কাজ পরিদর্শন করেন হাইলাকান্দির সার্কেল অফিসার কিলিনতুলি জেমি।

Author

Spread the News