এনকাউন্টারে খতম ৭ মাওবাদী জঙ্গি
১২ ডিসেম্বর : ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছে ৭ মাওবাদী জঙ্গি। বৃহস্পতিবার ভোর ৩টা নাগাদ দক্ষিণ আবুজমাদের জঙ্গলে ঘটনাটি ঘটেছে। গুলি বিনিময় বন্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে ইউনিফর্ম পরা সাত মাওবাদীর দেহ উদ্ধার হয়।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী বুধবার রাতে নারায়ণপুর জেলার দক্ষিণ আবুজমাদের জঙ্গলে অভিযান চালায়। বৃহস্পতিবার ভোরে সেখানে এনকাউন্টার শুরু হয়।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত সাত মাওবাদী নিহত হয়েছে বলে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সিআরপিএফ ছাড়াও নারায়ণপুর, দান্তেওয়াড়া, বস্তার এবং কোন্ডাগাঁও জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) কর্মীরা অভিযানে উপস্থিত ছিলেন। ওই এলাকায় এখনও তল্লাশি চলছে।