জাতীয় পর্যায়ে গুনগত মানদন্ডে সফলভাবে উত্তীর্ণ কাছাড়ের ৭টি স্বাস্থ্য প্রতিষ্ঠান
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : গুনগত মানে জাতীয় পর্যায়ে বিভিন্ন বিভাগে সফলতা অর্জন করল কাছাড় জেলার ৭টি স্বাস্থ্য প্রতিষ্ঠান। এরমধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাটাগরিতে শিলচরের সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতাল লেবার রুম কোয়ালিটি ইমপ্রোভমেন্ট ইনিশিয়েটিভ বিভাগের গুনগত মানদন্ড সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
পিএইচসি ক্যাটাগরিতে জাতীয়স্তরে গুনগত মানের লক্ষ্যমাত্রা (ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেশন) অতিক্রম করতে সফল হয়েছে কাছাড় জেলার হরিনগর খন্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। একইভাবে উপস্বাস্থ্য কেন্দ্র (সাব-সেন্টার) বিভাগে আরো ৫টি অসম আরোগ্য মন্দির (সাব সেন্টার)। তাছাড়া রাজ্যের মধ্যে প্রথম এবং একমাত্র রক্ত কেন্দ্র হিসেবে জাতীয় স্বীকৃতি আদায় করে নিল শিলচর অসমারিক হাসপাতালের ব্লাড সেন্টার। ন্যাশনাল এক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস এন্ড হেল্থ কেয়ার শিলচর সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারকে এই স্বীকৃতি দিয়ে সংশাপত্র প্রদান করেছে। সাব সেন্টার বিভাগে জেলার লক্ষীপুর স্বাস্থ্য খন্ডের বাহাদুরপুর ও পয়লাপুল আসাম আরোগ্য মন্দির, বড়খলা হেল্থ ব্লকের নিজ জয়নগর, বিক্রমপুর ব্লকের ধলছড়া, জালালপুর ব্লকের চন্ডীনগর আসাম আরোগ্য মন্দির ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেশন পেতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, বরাকের মধ্যে একমাত্র কাছাড় জেলার এই স্বাস্থ্য প্রতিষ্ঠানসমুহ এবং অসমের মধ্যে মোট ৫টি খণ্ড প্রাথমিক স্বাস্থ্য খণ্ড, ৩৩টি উপস্বাস্থ্য কেন্দ্র ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেশন এবং ২২টি স্বাস্থ্য প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ের লেবাররুমের মানদন্ডের লক্ষ্যমাত্রা থেকে ছুঁতে সক্ষম হয়েছে। প্রসঙ্গত, এসব মানদণ্ড যাচাই বিশেষভাবে তিনটিস্তরে মুল্যায়ন করা হয়। প্রথমে জেলা পর্যায়ে নির্বাচন করা হয়। পরে রাজ্য পর্যায়ের অভিজ্ঞ দল এসব যাচাই করে যোগ্য তালিকা প্রকাশ করে। সব শেষে জাতীয়স্তরের প্রশিক্ষিত দল এসে এসব প্রতিষ্ঠানের মুল্যায়ন করে চুড়ান্ত তালিকা প্রস্তুত করে।এদিকে, কাছাড় জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানের অভাবনীয় এই সাফল্য বেজায় খুশি জেলাশাসক রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) ড০ খালেদা সুলতানা আহমেদ, অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য শাখা আধিকারিক) জুনালি দেবী প্রমুখ। তারা এজন্য জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ, সিভিল হাসপাতাল সুপার ডাঃ অরূপ কুমার পাটোয়া, সংশ্লিষ্ট স্বাস্থ্য খন্ডের আধিকারিক, চিকিৎসক, কর্মী, এন এইচ এমের জেলা কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ ও জেলা পর্যায়ের কর্মী এবং আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।