ত্রাণ বিলি করা হেলিকপ্টার ভেঙে মৃত্যু ৬ জনের
৫ নভেম্বর : ফিলিপিন্সের সেনা হেলিকপ্টার থেকে টাইফুন-আক্রান্ত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছিল। ওই সময় সেই হেলিকপ্টারই ভেঙ্গে পড়ল। মর্মান্তিক এই দুর্ঘটনাটি হয়েছে মঙ্গলবার। ফিলিপিন্সের সেনা বাহিনী জানিয়েছে, ভেঙে পড়ার পরেই ওই হেলিকপ্টারে আগুন লেগে যায়। ফলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে হেলিকপ্টারে থাকা ছয়জনের।
মিন্দানাও দ্বীপে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল। হেলিকপ্টার থেকে উদ্ধার হওয়া দেহগুলির পরিচয় এখনই জানানো হয়নি। নিহতদের পরিবারের লোকজনকে না জানানো পর্যন্ত তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে।
ইস্টার্ন মিন্দানাও কমান্ড জানিয়েছে, ওই হেলিকপ্টারটি দুর্যোগের পরে সহায়তার জন্য টাইফুন-আক্রান্ত এলাকাগুলির দিকে যাচ্ছিল। তখনই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
টাইফুন কালমায়েগির আঘাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সেবুর অসামরিক প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো জানান, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের অধিকাংশ জলে ডুবে মারা গিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

