২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৫ জন

১৭ মে : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তবেএই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গত দেড় বছরে টানা চলতে থাকা এই সংঘর্ষে মানবিক বিপর্যয় এক ভয়াবহ রূপ নিচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৩,১১৯ জন এবং আহত হয়েছেন ১,২০,২১৪ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। এই পরিসংখ্যান নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরে।

২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৫ জন
Spread the News
error: Content is protected !!