জিপি সচিবকে গুলি করে হত্যাকাণ্ডে গ্রেফতার স্ত্রী সহ ৫

বরাক তরঙ্গ, ৩০ জুন : জিপি সচিবকে গুলি করে হত্যাকাণ্ডের নয়া মোড়। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে বঙাইগাঁও পুলিশ। তিন লাখ টাকায় সুপারির কিলার দিয়ে জিপি সচিব চন্দ্রকান্ত দাসকে হত্যা করেছেন স্ত্রী এমন অভিযোগ উঠল। ইতিমধ্যে বঙাইগাঁও পুলিশ চন্দ্রকান্তের স্ত্রী সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। ধৃতরা জল জ্যোতিষ দৈমারি, নকুল ইসলারি, ছাগরা নারজারি, মনোজ কুমার বসুমাতারি এবং জুনেল দেমারি।

উল্লেখ্য, ২৬ জুন দক্ষিণ বঙাইগাঁওয়ের চিপনসিলা জিপি সচিব চন্দ্রকান্ত দাসকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কাচিদবা এলাকাযর চায়ের দোকানের সামনে। গুলি করে হত্যা করা হয়। সচিব অফিস থেকে ফিরছিলেন। তিনি গাড়ি থামিয়ে চা খেতে গেলেন। চায়ের দোকানের সামনে গুলি করে দুর্বৃত্তরা। বাইকে এসে দুই যুবক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান জিপি সচিব।  

Author

Spread the News