পাথারকান্দিতে ১৮১ একর ভূমি উদ্ধার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সতর্কবার্তা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চলা পাথারকান্দি দোহালিয়ার উচ্ছেদের একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যায় পোস্ট করে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে এক দৃঢ় বার্তা দিয়ে জানিয়েছেন, রাজ্য সরকার অবৈধভাবে দখল করা ভূমি উদ্ধারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন অবৈধভাবে দখল করা ভূমি উচ্ছেদ করে আমরা আমাদের সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ নিয়েছি। কিছুদিন আমরা এই যাত্রা স্থগিত রেখেছিলাম, কিন্তু গতযোগ কালে আমরা আবার শ্রীভূমির পাথারকান্দিতে উচ্ছেদ চালিয়ে ১৮১ একর জমি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের এই অভিযানের মূল লক্ষ্য হলো অসমের অস্তিত্ব রক্ষা করা এবং অসমের বনভূমি ও সরকারি জমি সংরক্ষণ করা। উচ্ছেদের পরবর্তী ধাপে আমরা বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছি।

এই অভিযানে সরকার শুধু দখল করা জমি উদ্ধারই নয়, সেই জমি সংরক্ষণ ও পুনর্বাসনের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। বন দফতরের সহায়তায় উদ্ধার করা ভূমিতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে বলে জানিছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা

স্থানীয় জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বহু বছর ধরে দখল হয়ে থাকা ভূমি উদ্ধার হওয়ায় এলাকায় আবার প্রাকৃতিক ভারসাম্য ফিরবে।

অসম সরকার এই অভিযানকে শুধুমাত্র একটি উচ্ছেদ অভিযান হিসেবে দেখছে নাম এটি একটি বার্তা যে, অসমের এক ইঞ্চি জমিও অবৈধ দখলে থাকবে না। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন আমরা অসমের মাটি, বনভূমি এবং পরিচয় রক্ষায় কোনো আপস করব না। যে কোনো মূল্যে আমাদের ভূমি পুনরুদ্ধার করা হবে।

পাথারকান্দির এই অভিযান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত EVICTION 2.0‘Mission Secure Assam’ উদ্যোগের অংশ। এর মূল উদ্দেশ্য অসমকে অবৈধ দখলমুক্ত করে একটি সুরক্ষিত, সবুজ ও ন্যায়ভিত্তিক রাজ্য হিসেবে গড়ে তোলা।

Spread the News
error: Content is protected !!