পাথারকান্দিতে প্রথম দিন ৪৩,৭৮৯টি শিশুকে পোলিও ড্রপ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার শ্রীভূমি জেলার পাথারকান্দির স্থানে স্থানে পোলিয় অভিযান শুরু হয়েছে। এতে শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের পোলিও ড্রপ খাওয়ানো হয়েছে। পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে মোট ২৬৭টি পোলিও বুথে মোট ৪৩৭৮৯ টি শিশুকে এই প্রতিষেধক ড্রপ খাওয়ান স্বাস্থ্যকর্মীরা। আগামী দুদিন তাঁরা বাড়ি বাড়ি গিয়ে অবশিষ্ট শিশুদের মুখে এই প্রতিষেধক তুলে দেবেন। আজ পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিপিএম সৌমেন্দ্র দাস জানান যে, এই প্রাথমিক ব্লক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে এবার মোট ৬০,৩৮৭ টি শিশুকে পোলিও ড্রপ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে।

রবিবার প্রথম দিন মোট ৪৩,৭৮৯টি শিশুকে এই ড্রপ খাওয়ানো হয়। এর আগে রবিবার সকালবেলা শ্রীভূমি জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মতীন্দ্র সূত্রধর একটি শিশুর মুখে এই প্রতিষেধক ড্রপ খাওয়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের সূচনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ বিকে সিং, বিপিএম সৌমেন্দ্র দাস, জলাল আহমেদ, এএনএম রেবা রানী দাস প্রমুখ সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামাপদ দে। স্বাস্থ্যবিভাগ থেকে আরও জানানো হয়েছে যে, পোলিও ড্রপ খাওয়ানোর জন্য ইতিমধ্যে ব্লকের অধীনে মোট ১০৬৮ জন স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো হয়েছে। এই অভিযানের অংগ হিসেবে আগামী দুদিন বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা যে অবশিষ্ট শিশুদের মুখে এই প্রতিষেধক তুলে দেবেন এতে  সবার সক্রিয় সহযোগিতা কামনা করেন এসডিএমও ডাঃ বিকে সিং।

পাথারকান্দিতে প্রথম দিন ৪৩,৭৮৯টি শিশুকে পোলিও ড্রপ

Author

Spread the News