বাইরের আলো দেখবেন ৪১ জন শ্রমিক, সুড়ঙ্গে প্রবেশ উদ্ধারকারীদের
২৮ নভেম্বর : ১৬ দিন পেরিয়ে ১৭ দিনে বাইরের আলো দেখবেন ৪১ জন শ্রমিক। খোঁড়ার কাজ শেষ। আর কিছুক্ষণের মধ্যেই উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে বাইরে বের করে আনা হবে তাদের। এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করেছেন উদ্ধারকারীরা। নিয়ে যাওয়া হয়েছে স্ট্রেচার।
সবুজ সংকেত পাওয়ার পরেই একে একে সুড়ঙ্গের মুখে গিয়েছে অ্যাম্বুলেন্স গুলি। উদ্ধারের পরই তত্ক্ষণাত্ হাসপাতালে নিয়ে যাওয়া হবে শ্রমিকদের। তৈরি রয়েছে অ্যাম্বুলেন্স সহ চিকিত্সকরা। তৈরি করা হয়েছে গ্রিন করিডরও। ৪১ জন শ্রমিকের জন্য হাজির ৪১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। এনডিআরএফ সহ উদ্ধারকারীরা এগিয়ে গিয়েছেন স্ট্রেচার নিয়ে। পরিকল্পনা উদ্ধারের পর তৎক্ষণাৎ শ্রমিকদের নিয়ে যাওয়া হবে আগে থেকে প্রস্তুত রাখা হাসপাতালে।