সুতারকান্দি সীমান্ত হয়ে ফিরলেন ৪১ জন পড়ুয়া
বরাক তরঙ্গ, ২০ জুলাই : কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে৷ এমতাবস্থায় সেদেশ থেকে ভারতীয় পড়ুয়ারা উত্তরপূর্বের বিভিন্ন পথে দেশে ফিরছেন। প্রায় হাজার পড়ুয়া ফিরেছেন বলে জানা যায়।
একই ভাবে করিমগঞ্জ জেলার সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন ইতিমধ্যে ৪১ জন ছাত্রছাত্রী। এতে করিমগঞ্জ প্রশাসনের তরফে একজন ম্যাজিস্ট্রেট সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়ারা যাতে প্রবেশের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন না হন সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে জেলা প্রশাসন। বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় ৪১ জন পড়ুয়া ভারতে ফিরে এসেছেন বলে জানিয়েছেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। মূলত সুতারকান্দি সীমান্ত দিয়ে এরা ফিরে আসছে।
জেলাশাসক জানিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের সিলেট জেলার কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। করিমগঞ্জ জেলার প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে বাংলাদেশের সঙ্গে। ওইসব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফ কঠোর নজরদারি রাখছে। সুতারকান্দি সীমান্তে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের পাশাপাশি একজন পুলিশ আধিকারিক নিয়োগ করা হয়।