আট নম্বর জাতীয় সড়ক থেকে মাদকসহ আটক ৪

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শ্রীভূমি জেলার পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছেন। ফের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্ব অভিযান চালিয়ে দেড় কোটি টাকার মাদকসহ চার পাচারকারীকে আটক করে জেলা পুলিশ। জানা গেছে, অসম-ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের বাজারিছড়া থানার রাধাপ‌্যারী বাজা‌র এলাকা থেকে মাদক সহ পাচারকারীদের আটক করে জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্ব থাকা জেলা পুলিশ একটি বিশেষ টিম সহ বাজারিছড়া থাকার পুলিশের এক বিশেষ দল অভিযানে সাফল্য লাভ করে। এদিন রাত বারোটা নাগাদ পাথারকান্দি থেকে ত্রিপুরা অভিমুখে যাওয়ার পথে এআর ০৫-৯৪৯৩ নম্বরের একটি বলেরো গাড়ি আটকে থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর থাকা বিভিন্ন গোপন চেম্বার থেকে ৬০টি সাবানের কেসে মোট ৬৭০ গ্রাম হে‌রোইন বা‌জেয়াপ্ত ক‌রে। যার কা‌লোবাজারী মূল‌্য অনুমা‌নিক দেড় কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি নীলভজ্যোতি নাথ।

আট নম্বর জাতীয় সড়ক থেকে মাদকসহ আটক ৪

পু‌লি‌শের প্রাথ‌মিক তদ‌ন্তে জানা যায় এই নেশা সামগ্রী গুলো মিজোরামের চাম্পাই থেকে সংগ্রহ করে ত্রিপুরায় পাচারের মতলবে ছিল পাচারকারী। কাণ্ডে পুলিশের হাতে আটক হওয়া চার মাদক পাচারকারীর নাম হল জসিম উদ্দিন (২৮), তার বাড়ি নিলামবাজার থানাধীন ব্রাহ্মণশাসনে। জাকির হোসেন (৩৩) তার বাড়ি পাথারকান্দি থানাধীন হাঁপানি গ্রামে ও সাঈফ উদ্দিন (৩০) বাড়ি একই থানাধীন ডেফলয়ালা গ্রামে। পাশাপাশি উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি এলাকার ফারহাদ হোসেন (২৭) নামের এক যুবকও ধরা পড়ছে পুলিশ হাতে।

আট নম্বর জাতীয় সড়ক থেকে মাদকসহ আটক ৪
Spread the News
error: Content is protected !!