শ্রীভূমির সুপ্রাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৩০
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : শ্রীভূমির সুপ্রাকান্দি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীবাহী একটি ট্রাভেলার (AS-10-C/6667) নিয়ন্ত্রণ হারিয়ে অসম-ত্রিপুরা সংযোগকারী জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি সংঘটিত বৃহস্পতিবার রাতে।
জানা যায়, ট্রাভেলারটি গোয়ালপাড়া থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল। সুপ্রাকান্দি এলাকায় পৌঁছে গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গর্তে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এসে আহত যাত্রীদের উদ্ধার করে শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে পরে শিলচরে স্থানান্তর করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীভূমি থানার একটি বিশাল পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় জনতা ও দমকল বাহিনীর সহায়তায় উদ্ধারকাজ চালানো হয়। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি অতিরিক্ত গতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে সড়কের খারাপ অবস্থাও দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীভূমি পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়কের সুপ্রাকান্দি অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এবং ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাটি পুনরায় সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরল বলে মনে করা হচ্ছে।

