রাজস্থানে ৫০০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি আটক

২৮ জানুয়ারি : অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছে জয়পুর পুলিশ। সোমবার পুলিশের তরফে অভিযান চালিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশি সহ ৫০০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩৯৪ জন রোহিঙ্গা বলে খবর। আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।

জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ বলেছেন, ‘অভিযানের উদ্দেশ্য ছিল, অপরাধ দমন এবং শহরে অবৈধভাবে বসবাসকারী লোকেদের চিহ্নিত করা। আটকদের মধ্যে ৩৯৪ জন রোহিঙ্গা শরণার্থী। এছাড়া বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

মুম্বইয়ে অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় বাংলাদেশি নাগরিক শরিফুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার পর বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল নথি বানিয়ে এদেশে বসবাসের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে জয়পুর পুলিশও।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

রাজস্থানে ৫০০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি আটক
রাজস্থানে ৫০০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি আটক
Spread the News
error: Content is protected !!