গোঁসাইপুরে মহাসড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত ৩
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : উধারবন্দ থানা এলাকার গোঁসাইপুরে মহাসড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। আহত তিনজন হলেন শিলচর তারাপুর শিববাড়ি রোডের অমান ভট্টাচার্য (১৯) ও নিতু দাস (২২) এবং আর কাটিপুরের ফারুক আহমদ (৬৭)।
দুর্ঘটনা ঘটে রবিবার রাত আটটা নাগাদ। জানা গেছে, ফারুক স্কুটিতে চড়ে যাচ্ছিলেন। তখন একটি ইয়ন গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ ঘটে। এতে ফারুক ছিটকে পড়ে গুরুতর আহত হন। এদিকে, স্কুটির সঙ্গে সংঘর্ষের পর ইয়ন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারে। এতে ইয়ন গাড়ির দুই- আরোহী অমান এবং নিতুও গুরুতর আহত হন। তিনজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে ছিল ইয়ন বাহনটি। এতে বাহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।