১৯ গ্রাম : বহুজাতিক ও বহুভাষিক সমাবেশ বরাকবঙ্গের সোমবার
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : কাছাড় জেলার ১৯টি গ্রাম ডিমা হাসাও জেলায় হস্তান্তরের প্রস্তাবে অঞ্চলবাসী সহ সমগ্র বরাক উপত্যকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে অঞ্চলবাসী ও উপত্যকার সচেতন নাগরিকদের নিয়ে আগামীকাল সোমবার, সকাল ১১টায়, এক বহুজাতিক ও বহুভাষিক সমাবেশের আয়োজন করা হয়েছে। শিলচর বঙ্গভবনের চারতলায় আয়োজিত এই সমাবেশে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। বরাকবঙ্গের জেলা সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমতলবাসী ও জনজাতি অধ্যুষিত কাছাড় জেলার এই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে স্থায়ী শান্তি, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের স্বার্থে অঞ্চলবাসীর ভবিষ্যৎ কর্মপন্থা নির্ণয়েই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে বরাকবঙ্গের লক্ষীপুর আঞ্চলিক সমিতি কাছাড়ের ১৯ গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।