কালাইনছড়ায় লরি থেকে ৮৬ কার্টন মদ বাজেয়াপ্ত

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : কালাইনছড়া টোলগেটে লরি থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের বিদেশি মদ। অসম-মেঘালয় সীমান্তের দিগরখাল টোলগেট পুলিশ চেকিং চলাকালীন AS 11 EC 8141 নম্বরের একটি লরি থেকে বৃহৎ পরিমাণের মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গেছে, মেঘালয় থেকে আসা লরিতে থাকা ভিন্ন সামগ্রীর আড়ালে মদের কার্টন বোঝাই করে দিগরখাল ৬নং জাতীয় সড়ক হয়ে বহিঃরাজ্যে পাচার করার চেষ্টা করেছিল পাচারকারীরা। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১০ টা নাগাদ লরিটি কালাইনছড়া টোল গেটে পুলিশ লরিটি দাঁড় করিয়ে তল্লাশি চালায়। এতে উদ্ধার হয় কার্টন কার্টন বিদেশি মদ।

এদিকে, তল্লাশি চলাকালীন সুযোগ বোঝো পালিয়ে যায় চালক। লরি থেকে উদ্ধার হয় ৮৬ কার্টন বিদেশি মদ।

কালাইনছড়ায় লরি থেকে ৮৬ কার্টন মদ বাজেয়াপ্ত
Spread the News
error: Content is protected !!