২৭টি মোবাইল সহ লেপটপ উদ্ধার, আটক ৩, মালিকের হাতে তুলে দিলেন এসপি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলজুড়ে একের পর এক মোবাইল ফোন ও লেপটপ চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। এমন ঘটনায় কাছাড় পুলিশের তরফে এক বিশেষ সেল গঠন করে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭টি মোবাইল ফোন সহ বেশ কয়টি লেপটপ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের অভিযানে উদ্ধার হওয়া সামগ্রী গুলো বৃহস্পতিবার মালিকের হাতে ফেরৎ তুলে দেওয়া হয়েছে।

২৭টি মোবাইল সহ লেপটপ উদ্ধার, আটক ৩, মালিকের হাতে তুলে দিলেন এসপি

বিষয়টি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শহরের সাধারণ মানুষকে যাতে কোনওভাবেই হয়রানির শিকার হতে না হয়, তার জন্য জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। মোবাইল ফোন সহ লেপটপ চুরির ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। চুরি করা সামগ্রী চোরের দলগুলো জেলার তিনটি আন্তরাজ্য সীমান্ত ও ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সিমান্তে পাঠিয়ে দেওয়ায় পুলিশের পক্ষে সেগুলো উদ্ধার করা কঠিন হলেও প্রতিবেশী রাজ্যের সহায়তায় তা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। পুলিশের গঠন করা এই বিশেষ সেল আগামীতে ও জেলায় মোবাইল ও লেপটপ চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। এবং চুরি কাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও এদিন আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ধৃত তিনজন হল কচুদরম থানা এলাকার আনসার গ্রামের জাহান হোসেন লস্কর, হান্নান হোসেন লস্কর ও মান্নান হোসেন লস্কর। তারা তিনজনই সম্পর্কে ভাই।

২৭টি মোবাইল সহ লেপটপ উদ্ধার, আটক ৩, মালিকের হাতে তুলে দিলেন এসপি

Author

Spread the News