ছত্তিশগড়ে ২২ মাওবাদী খতম, শহিদ জওয়ান

২০ মার্চ : আবারও বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। ছত্তিশগড়ের বিজাপুর এবং দান্তেওয়াড়ায় পরপর দুটা অভিযান চালিয়ে ২২ জন মাওবাদীকে খতম করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে দুঃখের বিষয়, নিরাপত্তা বাহিনীর এই বিশাল অভিযানে শহিদ হয়েছেন একজন ভারতীয় সেনা।

গোপন সূত্রে খবর পেয়ে, মাওবাদীদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে ২২ জন মাওবাদীকে এনকাউন্টার করেছে নিরাপত্তা বাহিনী। এটা ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরও একটি বিশাল সফলতা। নিরাপত্তা বাহিনী সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলা বারুদও উদ্ধার করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নিরাপত্তা বাহিনীর একটি দল বিজাপুর এবং দান্তেওয়াড়ার সীমান্তে গঙ্গালুর থানা এলাকায় নকশাল বিরোধী অভিযানে নেমেছিল। নিরাপত্তা বাহিনীর অতর্কিত আক্রমণ দেখেই পাল্টা গুলি চালাতে শুরু করে নকশালদের দল। নকশাল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুটি পৃথক অভিযানে দলটি ২২ জন মাওবাদীকে খতম করেছে। তার মধ্যে বিজাপুরে ১৮ জন এবং কাঁকরে-তে ৪ জন মাওবাদীকে খতম করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।তবে এই গোলাগুলি সংঘর্ষে বিজাপুরের DRG-র একজন সেনা শহিদ হয়েছেন। ইতিমধ্যে সংঘর্ষস্থল থেকে ১৮ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।

ছত্তিশগড়ে ২২ মাওবাদী খতম, শহিদ জওয়ান

Author

Spread the News