শিলচরে এসবিআই সেবা কেন্দ্র থেকে লুট ২ লক্ষাধিক

বরাক তরঙ্গ, ২৪ মে : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্র থেকে লুট করা হলো ২ লক্ষ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে শিলচর শহর সংলগ্ন রংপুর বাহাদুরপুর এলাকার কলারতলে। এ নিয়ে ওই গ্রাহক সেবা কেন্দ্রের পরিচালক নাসরিন হায়দার বড়ভূঁইয়া থানায় এজাহার দায়ের করেছেন।

নাসরিন হায়দর জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ তিনি বাড়ি থেকে এসে গ্রাহক সেবা কেন্দ্র খুলতে যান। তাঁর হাতে ছিল টাকা ও অন্যান্য সামগ্রী থাকা ব্যাগ। তিনি কেন্দ্রের সামনে পৌঁছে ব্যাগটি নিচে রেখে শাটার খুলতে যান। এসবের মাঝে একটি বাইকে চড়ে আসা দুজন লোক সেখানে পৌঁছায়। একজন বাইক থেকে নেমে এসে দাঁড়ায় তার কাছে। তিনি ভেবেছিলেন গ্রাহক এসেছেন। তাই অন্য কিছু ভাবেননি। শাটার খুলতে থাকা অবস্থায়ই লোকটি হঠাৎ করে টাকার ব্যাগ নিয়ে দৌড়ে বাইকে উঠে যায়। আর অন্য লোককে বাইক চালিয়ে দেয়। তিনি কি করবেন তা ভেবে উঠার আগেই, বাইক তার নজরের বাইরে চলে যায়।

নাসরিন হায়দর জানান, ব্যাগে ২ লক্ষ ১০ হাজার টাকা ছাড়াও ছিল কিছু নথিপত্র। তিনি এ নিয়ে থানায় এজাহার দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করলেও এপর্যন্ত, ধরপাকড়ের খবর নেই।

Author

Spread the News