শিলচর পুরনিগমের ৪২ এর মধ্যে ১৮টি মহিলা সংরক্ষিত আসন

শিলচর পুরনিগমের ৪২ এর মধ্যে ১৮টি মহিলা সংরক্ষিত আসন

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : লটারির মাধ্যমে সংরক্ষিত হল শিলচর পুরনিগমের আসনগুলো। সোমবার বৈঠকে লটারি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হয় সংরক্ষণ। ৪২টি আসনের মধ্যে বহু চর্চিত ৩২নম্বর ওয়ার্ডকে অনুসূচিত জাতির জন্য সংরক্ষণের আওতার বাইরে রাখা হয়েছে। তবে লটারির মাধ্যমে ওই ওয়ার্ড সংরক্ষিত হয়েছে মহিলাদের জন্য।

এদিন জেলা কমিশনারের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে সংরক্ষণের যে তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত হয়েছে ৩, ৪, ৫, ১০, ১২, ১৮ ও ১৯ নম্বর এই ৭টি ওয়ার্ড। এই ৭টি ওয়ার্ডের মধ্যে মহিলা সংরক্ষিত হল ৩, ৪ ও ১০ নম্বর ওয়ার্ড। মোট ৪২টি ওয়ার্ড-এর মধ্যে সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ১৮টি ওয়ার্ড। এসব ওয়ার্ড হল ৭, ১৪, ১৫, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৪১ নম্বর। সাধারণ বা “ওপেন” ক্যাটাগরিতে রয়েছে-১, ২, ৬, ৮, ৯, ১১, ১৩, ১৬, ১৭, ২৬, ২৭, ৩১, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ড।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সর্বদলীয় বৈঠকে লটারি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল।

Spread the News
error: Content is protected !!