রাজ্যের ১৪টি লোকসভা এবং ১২৬টি বিধানসভা আসন পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ

বরাক তরঙ্গ, ২০ জুন : অসমের ১৪টি লোকসভা এবং ১২৬টি বিধানসভা আসন পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে এ সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১১ জুলাই পর্যন্ত এই খসড়া তালিকা সম্পর্কে ‘পরামর্শ এবং আপত্তি’র কথা জানানো যাবে।

কমিশনের তরফে জানানো হয়েছে, ২০০১ সালের জনগণনার ভিত্তিতে এই আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা তৈরি হয়েছে। মোট লোকসভা এবং বিধানসভার আসনের সংখ্যা একই থাকলেও কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। লোকসভার ১৪টি আসনের মধ্যে তফসিলি জাতির প্রার্থীদের জন্য একটি এবং তফসিলি জনজাতির প্রার্থীদের জন্য দু’টি আসন সংরক্ষিত। বিধানসভার ১২৬টি আসনের মধ্যে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা যথাক্রমে ৯ এবং ১৯।

ডিলিমিটেশন প্রক্রিয়া চলাকালীন কমিশন অসমে সর্বভারতীয় এবং আঞ্চলিক ১১টি রাজনৈতিক দল এবং ৭১টি সংগঠনের প্রতিনিধিদের মতামত নিয়েছে। প্রতিনিধি দলের সকলেই ২০০১ সালের আদমশুমারির উপর ভিত্তি করে ডিলিমিটেশন, খিলঞ্জিয়া (ভূমিপুত্র)-দের অধিকার রক্ষা, জনসংখ্যাগত পরিবর্তনের বিবেচনা এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী ও ভৌগোলিক অঞ্চলগুলির জন্য পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ বেশ কয়েকটি পরামর্শ উত্থাপন করেছিলেন।

প্রস্তাবিত খসড়ার নিয়ে আরও বিবেচনা করতে ভারতের নির্বাচন কমিশন গণ-শুনানি গ্রহণ করবে। সে অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের নির্বাচন কমিশন আবার অসম সফরে যাওয়ার পরিকল্পনা করেছে। অধিকন্তু আগামী ১১ জুলাইয়ের মধ্যে ব্যক্তিবিশেষ, রাজনৈতিক দল ও যে কোনও সংগঠনকে প্রস্তাবিত ডিলিমিটেশন সম্পর্কে তাঁদের পরামর্শ এবং আপত্তি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

উল্লেখ করা যেতে পারে, প্রকাশিত খসড়া প্রস্তাবটি প্রাসঙ্গিক আইন এবং সংবিধান কর্তৃক নির্ধারিত নির্দেশিকা ও পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। অসমে সর্বশেষ ডিলিমিটেশন প্ৰক্ৰিয়া বলবত হয়েছিল ১৯৭৬ সালে। এবার ২০২৩ সালের প্রস্তাবটি ২০০১ সালের আদমশুমারির তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

Author

Spread the News