বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, আহত ১৫
৩ জুন : ট্র্যাক্টর উল্টে প্রাণ হারালেন অন্তত ১৩ জন, আশঙ্কাজনক আরও ১৫ জন। রবিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। হতাহতদের প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজস্থান সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ।
জানা গিয়েছে, এদিন রাতে রাজস্থানের মতিপুরা গ্রামের বাসিন্দারা একটি বিয়েবাড়ি উপলক্ষে একটি ট্র্যাক্টরে মধ্যপ্রদেশের রাজগড়ের কুলামপুর যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, রাজগড় জেলার পিপলোড়ি গ্রামের কাছে এই ট্র্যাক্টরটি উল্টে যায়। তাতে অন্তত ৪০-৫০ জন ছিলেন। অনুমান করা হচ্ছে, এত যাত্রী থাকায় কোনও কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। তবে আহত এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, চালক মত্ত অবস্থায় ছিল, তাছাড়া অতিরিক্ত পরিমাণ যাত্রী নিয়েছিল সে। এই কারণেই দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনার পরপরই জখম প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভোপালের হামিদিয়া হাসপাতালে। সেখানে ১৩ জন যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আহতদের এই হাসপাতালেই চিকিৎসা