কোটায় আত্মঘাতী নিট পরীক্ষার্থী, নয় মাসে ১৩ জনের আত্মহত্যা

৫ সেপ্টেম্বর : নিট পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে আবারও আত্মঘাতী এক পরীক্ষার্থী। বুধবার রাতে তাঁর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে গত নয় মাসে কোটায় ১৩ জন পড়ুয়া আত্মঘাতী হলেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের নাম পরশুরাম। ২১ বছরের যুবক আদতে উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। নিট পরীক্ষার প্রস্তুতি নিতে সম্প্রতি কোটায় আসেন। এক সপ্তাহ আগেই কোটায় একটি ঘর ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করেন। গতকাল কয়েক ঘণ্টা তাঁর কোনও সাড়াশব্দ পাননি বাড়ির মালিক। এরপরই থানায় খবর পাঠান তিনি।

ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে পরশুরামের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পরশুরাম গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁর দেহ উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিট পরীক্ষার্থীর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তা ঘিরে ধোঁয়াশা রয়েইছে।

প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে কোটায় প্রতি মাসে গড়ে অন্তত ২ জন করে পড়ুয়ার আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। ২০২৪ সালে এখনও পর্যন্ত ১৩ জন ছাত্র আত্মঘাতী হয়েছেন। কোটায় আত্মহত্যা রুখতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। তা সত্বেও আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে।
খবর : আজকাল ডট ইন।

কোটায় আত্মঘাতী নিট পরীক্ষার্থী, নয় মাসে ১৩ জনের আত্মহত্যা
কোটায় আত্মঘাতী নিট পরীক্ষার্থী, নয় মাসে ১৩ জনের আত্মহত্যা

Author

Spread the News