দিগরখালে নৈশ বাস-লরির সংঘর্ষ, আহত ১৩ যাত্রী
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৬ জুন : কাছাড়ের দিগরখালে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। নৈশবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন ১৩ জন। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার সকালে ৬ নং জাতীয় সড়কে এই দুর্ঘটানি সংঘটিত হয়।
দুর্ঘটনায় বাস ও লরি চালক সহ ১৩ যাত্রী আহত হন। জানা যায়, গুয়াহাটি থেকে শিলচর আসার সময় আরহান ট্রেভেলস নামের নৈশবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কাছাড়ের দিগরখাল এলাকায় পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি গাড়ির ১৩ জন লোক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।