শিলচরের অতনু চৌধুরী সহ রাজ্যে ১৩ জন কৃতি শিক্ষক সম্মান পাচ্ছেন

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্য পর্যায়ে যে ১৩ জন কৃতি শিক্ষক হিসেবে সম্মানিত হচ্ছেন। তার মধ্যে বরাক উপত্যকা থেকে একমাত্র স্থান পেয়েছেন কাছাড় জেলার অতনু চৌধুরী। অতনু চৌধুরী শিলচর শহরের ১৫ নং জয় কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কৃতি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ৮জন সেকেন্ডারি পর্যায়ের। বাকি ৫জন প্রাথমিক স্তরের।

কৃতি শিক্ষক হিসেবে ডিব্রুগড় থেকে মনোনীত হলেন বিউটি লেখারু শইকিয়া (রহমারিয়া উচ্চ মাধ্যমিক  বিদ্যালয়), যোরহাট মণি দত্ত (যোরহাট সরকারি বালিকা এইচএস এবং এমপি স্কুল), লখিমপুরের কল্পনা গগৈ (ঢাকুয়াখানা এইচএস স্কুল), যোরহাটের প্রশান্ত কুমার মোহন্ত (বোরহোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), তিনসুকিয়ার মিনুরানি বরা (সাইখোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়),
বিশ্বনাথ থেকে রিপুঞ্জয় বরদলৈ (চেঙ্গামারি উচ্চ বিদ্যালয়), কামরূপের হীরেন কুমার দাস (পুথিমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়), শিবসাগর  হীরেন কুমার নিয়োগ (খোনাখোর উচ্চ বিদ্যালয়), ধেমাজি জেলার কৃতি শিক্ষক গকুল চুতিয়া (মাটিখোলা এমভি স্কুল), দরং থেকে রিজুরেখা দেবী (১৭৭নং বিজে গার্লস জেবি স্কুল), ডিব্রুগড় থেকে সঙ্গীতা দেবী (আমোলাপট্টি জুনিয়র বেসিক স্কুল) ও শিবসাগর জেলার কৃতি শিক্ষক লোহিত চেতিয়া (১৮ নং কাঠপার এলপি স্কুল)।

শিলচরের অতনু চৌধুরী সহ রাজ্যে ১৩ জন কৃতি শিক্ষক সম্মান পাচ্ছেন

আগামী ৫ সেপ্টেম্বর এবারের রাজ্য পর্যায়ের শিক্ষক দিবসের অনুষ্ঠান ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষকদের পরিবারের ন্যুনতম দুজন সদস্যকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে রাজ্যের মাধ্যমিক শিক্ষা বিভাগের সঞ্চালক অনুরোধ জানিয়েছেন।

শিলচরের অতনু চৌধুরী সহ রাজ্যে ১৩ জন কৃতি শিক্ষক সম্মান পাচ্ছেন
শিলচরের অতনু চৌধুরী সহ রাজ্যে ১৩ জন কৃতি শিক্ষক সম্মান পাচ্ছেন

Author

Spread the News