হাইলাকান্দিতে এক মাসে শিশু সহ ১১ জন মহিলা নিখোঁজ, পুলিশের চাঞ্চল্যকর তথ্য
এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : এক মাসের মাথায় হাইলাকান্দি জেলা থেকে ১টি শিশু সহ ১১জন মহিলা নিখোঁজের ঘটনায় জেলাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাদের মধ্যে ১৮ অনুর্ধ যুবতী, কিশোরী সহ প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন। হাইলাকান্দিতে হঠাৎ করে নিখোঁজ সংক্রান্ত ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশকে বেশ ভাবনায় ফেলে দিয়েছে।
শুধু জুলাই মাসেই হাইলাকান্দির বিভিন্ন প্রান্ত থেকে ১২ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পিছনে কি রহস্য রয়েছে পুলিশ সে ব্যাপারে জোর অনুসন্ধান চালাচ্ছে। হাইলাকান্দি পুলিশের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই সব নিখোঁজ সংক্রান্ত ঘটনা প্রকাশ করা হয়েছে। যারা নিখোঁজের তালিকায় আছেন এরা সবাই মহিলা। প্রাপ্তবয়স্ক মহিলা ও যুবতী নিখোঁজের ঘটনায় প্রেমজনিত কারণ থাকতে পারে বলে অনেকে অনুমান করছেন। বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের কারণ ৪৫ বছরের একজন মহিলা ও চার বছরের এক শিশু ছাড়া সবাই যুবতী। যার মধ্যে কয়েকজন ১৮ অনুর্ধ্বও। এসব নিখোঁজ মহিলার ছবি এবং তাদের সম্পূর্ণ বর্ণনা সহ নাম ঠিকানা দিয়ে বৃহস্পতিবার হাইলাকান্দি পুলিশ সামাজিক মাধ্যমে হেল্প পোস্ট করে নিখোঁজ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। পুলিশের তরফে সামাজিক মাধ্যমের উম্মুক্ত মঞ্চে জানানো হয়েছে যদি এদের ব্যাপারে কোন প্রকার সন্ধান কেউ পেয়ে থাকেন তাহলে নিকটবর্তী পুলিশ স্টেশনে জানানোর জন্য।
পুলিশের তথ্য অনুসারে কাটলিছড়া থানার অন্তর্গত এলাকা থেকে ৬ জন, লালা থানা এলাকা থেকে ৩ জন, রামনাথপুর থানা এলাকা থেকে ১ জন ও আলগাপুর থানা এলাকা থেকে ২ জন সহ সর্বমোট ১২ জন শুধু জুলাই মাসে নিখোঁজ হয়েছেন। কাটলিছড়া থানার অন্তর্গত এলাকা থেকে যে ৬ জন নিখোঁজ হয়েছেন তারা হলেন- সিদ্দিকা খানম চৌধুরী (১৫), সাদিয়া বেগম লস্কর (১৩), নাজিমা সুলতানা লস্কর (১৬), সন্ধ্যা দাস (৪৫) ও লিলি বেগম লস্কর (২৪)। ৪ বছরের শিশুপুত্র আরহান আমিন। লালা থানা এলাকা থেকে প্রিয়াঙ্কা গোয়ালা (২১), মধুমিতা দাস (২১) ও হাসিনা বেগম বড়ভূইয়া (২৭)। তাছাড়া আলগাপুর থানা এলাকা থেকে আরও ২ জন শেখ পারবিনা বেগম (১৯) ও খালেদা খানম লস্কর (১৮)। রামনাথপুর থানা এলাকা থেকে প্রমীলা রায় (১৮) নামের একজন যুবতী নিখোঁজ হয়েছেন। হঠাৎ করে গ্রামের যুবতীরা একের পর এক নিখোঁজ হচ্ছেন। কেউ উধাও হচ্ছেন। ঠিক কী কারণে এক মাসে এতজন যুবতী নিখোঁজ হয়ে গেলেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি।