আগরতলায় আটক চার মহিলা সহ ১১ বাংলাদেশি ও ৩ ভারতীয় দালাল

বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ত্রিপুরার ভারত-বাংলা সীমান্তের দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ নাগরিকদের ভারতে প্রবেশ অব্যহত রয়েছে। কিছু দিন বিরতির পর রবিবার ফের অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে সীমান্তে প্রবেশ করে আগরতলা রেল স্টেশনে থেকে ট্রেন চড়ে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার প্রাক মুহূর্তে চার জন মহিলা সহ মোট এগারজন বাংলাদেশি নাগরিক ধরা পড়লো আগরতলা জিআর পুলিশের হাতে। একই সঙ্গে আটক করা হয় তিনজন ভারতীয় দালাকে।

আগরতলা জিআর থানার ওসি তাপস দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে আরপিএফ ও জিআর পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে এই ১১ জন বাংলাদেশিকে আটক করে। এরমধ্যে ৭জন পুরুষ ও ৪ জন মহিলা রয়েছেন। আগরতলা জিআর থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। ধৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ কাশেম, আইয়ুব আলি, সোহাগ মিয়া, কামাল উদ্দিন মোহাম্মদ রুবেল, কামরুল হাসান, মোহাম্মদ সায়িম। তাদের সবাই  বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় বাসিন্দা বলে জানা গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানায় অবৈধভাবে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করে এবং রেল পথে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার মতলবে ছিল।

ধৃত মহিলারা হল মনোরা বেগম, স্বপ্না খাতুন, জলি বেগম, এবং পারভিন বেগম। আটক তিম ভারতীয় দালাল হল আসামের শিলচরের প্রসেনজিৎ সরকার, আগরতলার বিটারবনের নিয়ায়ত হোসেন এবং ভাটি অভয়নগরের পিন্টু মিয়া। জি আর থানার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকালক তাদেরকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন কর হবে বলে জানিয়েছে পুলিশ।

আগরতলায় আটক চার মহিলা সহ ১১ বাংলাদেশি ও ৩ ভারতীয় দালাল
আগরতলায় আটক চার মহিলা সহ ১১ বাংলাদেশি ও ৩ ভারতীয় দালাল

Author

Spread the News