শিলচর শঙ্করমঠ ও মিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ১৮ জানুয়ারি থেকে

বরাক তরঙ্গ, ১৪ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও শঙ্করমঠ ও মিশনের যোগাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম জন্মবার্ষিকী সহ শিলচর শঙ্করমঠ ও মিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবনির্মিত পার্থসারথি শিব মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে শিলচর সোনাই রোডের মহাপ্রভু সরণিস্থিত শিলচর শঙ্করমঠ ও মিশনে আগামী ১৮ থেকে ২১ জানুয়ারি অবধি  বিভিন্ন বৈদিক মহতী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, চারদিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পর্কে জানান, ১৮ জানুয়ারি তথা শনিবার ব্রহ্মমুহুর্তে মঙ্গলারতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী রুদ্রাভিষেক, প্রসাদ বিতরণ, গীতা পাঠ হনুমান চল্লিশা পাঠ, রাম নাম স্রোত্র পাঠ, বস্ত্র বিতরণ, সমবেত প্রার্থনা, সাধু মহাত্মাদের প্রবচন। ১৯ জানুয়ারি তথা রবিবার ব্রহ্মমূহুর্তে মঙ্গলারতি, মঙ্গল শুভাযাত্রা, শ্রী শ্রী গুরু পূজা, বিগ্রহ প্রতিষ্ঠা ও বিগ্ৰহ স্থানান্তর, প্রসাদ বিতরণ, রামকথা পাঠ, দুষ্টুদের মধ্যে বস্ত্র বিতরণ ছাত্রছাত্রীদের গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সন্ধ্যা সাতটা থেকে সনাতন ধর্ম সম্মেলন।

২০ জানুয়ারি তথা সোমবার শ্রী শ্রী চণ্ডীপাঠ, মহারুদ্রাভিষেক, গুরু পূজা, দীক্ষা দান, সাধু ভান্ডারা ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞের শুভ অধিবাস। অনুষ্ঠানমালার শেষের দিন তথা ২১ জানুয়ারি মঙ্গলবার ব্রহ্মমূহুর্তে মঙ্গলারতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী শ্রী গুরু পূজা, ঋষি বিশ্ব শান্তি গীতাযজ্ঞ (সপ্তশতী হোম), নর নারায়ন সেবা, সমবেত প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তির বাণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ এই অঞ্চলের সবাই ধর্মপ্রাণ ভক্তদেরকে চারদিনব্যাপী অনুষ্ঠানমালাতে উপস্থিত থাকিয়া সাফল্য মন্ডিত করে তোলার জন্য বিনম্র অনুরোধ জানান।

শিলচর শঙ্করমঠ ও মিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ১৮ জানুয়ারি থেকে
শিলচর শঙ্করমঠ ও মিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ১৮ জানুয়ারি থেকে
Spread the News
error: Content is protected !!