রাজপথে আগুনে জ্বলল ১০৮ মৃত্যুঞ্জয়

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : ভয়ঙ্কর ঘটনা। রাজপথে আগুনে জ্বলে ওঠে ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স। জেলার কিষাণ বাজারের চারলেনযুক্ত জাতীয় মহাসড়কে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, এই দুর্ঘটনায় ১০৮ বাহনের চালক প্রবীরকুমার রায় গুরুতরভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত চালক প্রবীর কুমার রায় বর্তমানে চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার খবর এখনো পাওয়া যায়নি।

তথ্য অনুসারে, দুর্ঘটনায় পতিত ১০৮ বাহনটির রেজিস্ট্রেশন নম্বর AS01MC 9147। যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বাহনটি রোগী নিয়ে গুয়াহাটি থেকে যাচ্ছিল। ঘটনার সময়, বাহনটি গুয়াহাটি থেকে রোগী রেখে কোকরাঝাড়ের কারিগাঁও দিকে যাচ্ছিল এবং হঠাৎ করেই বাহনটি আগুনে জ্বলে ওঠে। এই ঘটনার ফলে বাহনটির ব্যাপক ক্ষতি হয়।

ঘটনাটি ঘটার পর স্থানীয়রা আগুন নেভানোর বাহিনীকে খবর দেয়। পরে, অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনা সমগ্র এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। তদন্তের ফলে অতিরিক্ত তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Spread the News
error: Content is protected !!