শিলচরেও ‘মুলুক চলো আন্দোলন’ এর ১০৩ তম বর্ষপূর্তি পালন
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ মে : ‘মুলুক চলো আন্দোলন’ এর ১০৩ তম বর্ষপূর্তি পালন করল শিলচরে মুলুক চলো আন্দোলন শ্রদ্ধাঞ্জলি সমারোহ আয়োজন সমিতি। মঙ্গলবার শিলচর হিন্দি ভবনে আয়োজন করা হয় অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতে মূলক চলো আন্দোলনে শহিদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশিষ্টজনেরা।
এরপর আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন অসম চা নিগমের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা। ‘মুলুক চলো’ আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। বলেন, তৎকালীন ব্রিটিশ শাসনে চা শ্ৰমিকদের নানা কারনে অকারনে অত্যাচার অবিচার করত প্রশাসকরা।এতে শ্রমিকদের মধ্যে পঞ্জীভূত ক্ষোভ এক সময়ে গণ আন্দোলনের রূপ নেয়। ফল স্বরূপ ১৯২১ সালে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর কেন্দ্রের চরগোলা ভ্যালির শ্রমিকরা সম্মিলিত ভাবে “মুলুক চলো আন্দোলন”এর ডাক দেন। তখন হেঁটে বা নৌকা যোগে অনেক শ্রমিকরা ভিন রাজ্য তথা বাড়ি ফেরা শুরু করেন। এতে ব্রিটিশদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সে সময়ে তৎকালিন অবিভক্ত পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার মেঘনা নদী দিয়ে নৌকা যোগে বাড়ি ফেরা শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে বর্বর ইংরেজ সেনারা। যে আন্দোলনটি পরবর্তীতে মুলুক চলো আন্দোলন নামে পরিচিতি লাভ করে।
এ দিনের সভায় উপস্থিত ছিলেন ড. সুজিত তিওয়ারি, পরমেশ্বরলাল কাবরা, অবদেশকুমার সিং, যোগালকিশোর ত্রিপাঠি, রাজকুমার দুবে, প্রমোদ জাসওয়াল, প্রদীপ কুর্মি, মহাবীরপ্রসাদ জৈন, অনুশ্রী দেবী, বিধান সিনহা প্রমুখ।