বাজারিছড়ার শ্রীনগর গ্রামে চুরি, লুট ১ লক্ষ ৭০ হাজার টাকা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : রাতের আঁধারে গোয়াল ঘর থেকে গৃহ পালিত গরু চুরির পর এবার গৃহস্থ ঘরে প্রবেশ করে হাত সাফাই চলছে। এমন চাঞ্চল কর চুরি কাণ্ডটি সংঘটিত হয়েছে  বাজারিছড়া থানা অধীন শ্রীনগর গ্রামে। জানা গেছে, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে গৃহকর্তা অমিত পালের বাড়িতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। গৃহকর্তা অমিত পাল জানান, এদিন সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টার সময় তিনি বাজারিছড়া সাপ্তাহিক হাটে নিজের ব্যবসার কাজে বেরিয়ে যান। রাতে প্রায় ১০টার দিকে বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের দরজা ঠিকঠাক থাকলেও ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে স্টিলের আলমারির দরজা খোলা। এতে বিস্ময়ে হতবাক অমিতবাবু তৎক্ষণাৎ ঘরের চারপাশ খতিয়ে দেখেন ঘরের পেছনের জানালাটি ভাঙা ও খোলা অবস্থায় রয়েছে তা দেখে তিনি বুঝতে আর বাকি থাকেনি চোরেরা জানালা দিয়ে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে।

এরপর তিনি আলমারির লকার পরীক্ষা করে দেখেন, তাতে রাখা ১ লক্ষ ৭০ হাজার টাকা উধাও। হঠাৎ এমন বিপুল অর্থ গায়েব দেখে তিনি মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে পড়েন।

গৃহকর্তা অমিত পালেরও ধারণা, এই চুরির সঙ্গে এলাকার নেশাগ্রস্ত ও পথভ্রষ্ট যুবকদের যোগসাজশ থাকতে পারে। তিনি ইতিমধ্যেই বাজারিছড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চোরদের দ্রুত গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধারের জন্য পুলিশের সক্রিয় ভূমিকা কামনা করেছেন।

Spread the News
error: Content is protected !!