সোনিয়ার পর মেয়ে প্রিয়ঙ্কা পজিটিভ

৩ জুন : মা সোনিয়া গান্ধীর পর মেয়ে  কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধি বদরা করোনায় আক্রান্ত হলেন। শুক্রবার প্রিয়ঙ্কা জানান, তাঁর মা তথা দলের প্রধান সোনিয়া গান্ধির সংক্রমণের একদিন পরেই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন প্রিয়ঙ্কাও। “আমার হালকা উপসর্গ রয়েছে এবং আমি কোভিড পজিটিভ। সমস্ত বিধিনিষেধ অনুসরণ করে আমি নিজেই বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য আমি অনুরোধ করব,” ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা।

বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরেই নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন রেখেছেন সোনিয়া। প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানান, বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধির হালকা জ্বর এবং অন্যান্য কোভিড লক্ষণ দেখা দেয়। ন্যাশনাল হেরাল্ডের অর্থ তছরূপের অভিযোগে ইতিমধ্যেই সোনিয়া ও রাহুল গান্ধিকে তলব করেছে ইডি। সেই তলবের ভিত্তিতে তাঁদের হাজিরা দেওয়ার কথা আগামী ৮ জুন। কিন্তু কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় পুরো বিষয়টি ঘিরেই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *