সীমান্তের গোবিন্দপুরে গ্রামীন ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন স্বাস্থ্য শিবির

বরাক তরঙ্গ, ১ আগস্ট : ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটা তারের বাইরে থাকা গোবিন্দপুরে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া। এবারের ভয়াবহ বন্যা শেষে গ্রামাঞ্চলের পরিস্থিতির উন্নতি হলে বন্যাকবলিত গ্রামগুলোতে জলবাহিত রোগ দেখা দিয়েছে। সেই সঙ্গে বানভাসি অনেক শিশু জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। সেই কথা মাথায় রেখে রবিবার আসাম গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং লাতু মিনি পিএইচসির যৌথ উদ্যোগে উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িখালা জিপির কাঁটা তারের বাহিরে থাকা গ্রাম গবিন্দপুরে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে অনেক মানুষ এসেছেন স্বাস্থ্য পরিসেবা গ্রহণ করতে। গোবিন্দপুর গ্রামের একশো বেশি মানুষের এদিন স্বাস্থ্য পরীক্ষা করেন। তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় স্বাস্থ্য শিবিরে।

সীমান্তের গোবিন্দপুরে গ্রামীন ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন স্বাস্থ্য শিবির

আসাম গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এমপ্লিজ অ্যাসোসিয়েশনের পক্ষে স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন এজিভিবিইএর কেন্দ্রীয় কমিটির সভাপতি মান্না দত্ত, এজিভিবিইএর শিলচর আঞ্চলিক কমিটির সভাপতি পার্থ প্রতিম পাল, সম্পাদক প্রীতম চন্দ, রিজিওনাল ম্যানেজার জয়ন্ত পাল, সিনিয়র ম্যানেজার উদয় শঙ্কর ভট্টাচার্য, এজিভিবিইএর অফিসার্স এসোসিয়েশনের কৌস্তব দে, শুভজিৎ সিনহা, চন্দ্রশেখর পুরকায়স্থ, সুদীপ রায় চৌধুরী । স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিএসএফের লঙ্গাই পোস্ট কমান্ডার দিলীপকুমার দাস, লাতু মিনি পিএইচসি চেয়ারম্যান বজলুল হক চৌধুরী, চিকিৎসক দুইজন যথাক্রমে ডাঃ রুদ্র প্রসাদ রায় চৌধুরী, ডাঃ আবু বাসার আল আমিন, লাতু মিনি পিএইচির ফার্মাসিস্ট আব্দুল বাসিত, জিএনএম শর্মিলা রায় অষ্টপতি, মনীষা পেগু আশা কর্মী সহ অন্যান্যরা ।
প্রতিবেদক : সুদীপ দাস ও মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *