শরৎপল্লী উত্তরাঞ্চল সর্বজনীন কালীপূজায় ‘অপারেশন সিন্দুর’-এর মনোমুগ্ধকর থিম

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : প্রতি বছরের মতো এ বছরও ধর্মীয় উচ্ছ্বাস ও আনন্দোল্লাসের আবহে পালিত হচ্ছে শরৎপল্লী উত্তরাঞ্চল সর্বজনীন কালীপূজা। তবে এবছরের বিশেষ আকর্ষণ হলো পূজার অন্যতম আয়োজন ‘অপারেশন সিন্দুর’-এর আদলে নির্মিত থিম প্যান্ডেল। কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের পূজা প্যান্ডেলটি পুরোপুরি তৈরি হয়েছে ভারতের সাহসী সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে। প্যান্ডেলের মধ্যে বিশাল স্ক্রিনে প্রদর্শিত হবে ‘অপারেশন সিন্দুর’-এর মনোমুগ্ধকর দৃশ্যাবলি, যা দর্শকদের ভারতীয় সামরিক শক্তির গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেবে। দর্শনার্থীদের কাছে এটি একটি অনন্য অভিজ্ঞতা উপহার দেবে বলে জানান পূজা কমিটির কর্মকর্তারা।

পূজামণ্ডপ উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন কমিটির সক্রিয় সদস্য সানি পাল, সুভদীপ মোদক, রোহিত বানিক, সত্যম ভট্টাচার্য, পঙ্কজ দেবনাথ, দুলন দাস, সায়ন পাল, জয়দীপ দাস, শুভ ভট্টাচার্য্য ও অমিত পাল প্রমুখ। পূজার দিন দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণের আয়োজনও থাকবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এলাকাবাসীর সহযোগিতা ও উৎসাহে এবছরের কালীপূজা আরও বর্ণময় রূপে সজ্জিত হতে চলেছে বলে বার্তা দিয়েছেন সকল সদস্যবৃন্দ।

Spread the News
error: Content is protected !!