রক্ষা পেলেন সাংসদ কামাখ্যা ও মন্ত্রী বার্লা, জরুরী অবতরণ আইজলে

বরাক তরঙ্গ, ৫ মে : আকাশ মার্গ হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা। মধ্য আকাশে প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হওয়ায় সাংসদ তাসা যাত্রা করা হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাও একই হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন বলে জানা গেছে।

প্রায় ১০ মিনিট আকাশে ভারি বৃষ্টির মুখোমুখি হয়ে মায়ানমার সীমান্ত থেকে ফেরেন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ। ফলে পাইলট তাদের হেলিকপ্টারকে জরুরিভাবে আইজলে অবতরণ করেন।

রক্ষা পেলেন সাংসদ কামাখ্যা ও মন্ত্রী বার্লা, জরুরী অবতরণ আইজলে

এদিকে পাইলটের তৎপরতার জন্য জন বার্লা এবং কামাখ্যা প্রসাদ তাসার জীবন একটি ভয়ানক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার মধ্যে হেলিকপ্টার ভ্রমণ সবসময়ই বিপজ্জনক প্রমাণিত হয়েছে। দেশের সিডিএস বিপিন রাওয়াত প্রতিকূল আবহাওয়ার কারণে গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় শহিদ হন। ছবি প্রতীকী।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *