মেক্সিকোতে শ্রমিক ও কর্মকর্তাদের সংঘর্ষে হত ৮

২৮ এপ্রিল : মেক্সিকোর এক কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ১১ জন। কর্তৃপক্ষ জানায়, হিদালগো প্রদেশের ওই সিমেন্ট কারখানায় স্থানীয় সময় ভোরের দিকে ছড়িয়ে পড়ে দুই পক্ষের সংঘাত। শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডার মধ্য দিয়ে হয় সংঘর্ষের সূত্রপাত।

এ ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। এক টুইট বার্তায় প্রদেশটির গভর্নর জানিয়েছেন, সংঘর্ষের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। স্থানীয় গণমাধ্যম জানায়, কারখানার অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। তারই বিস্ফোরণ ঘটে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *