মূল্যবৃদ্ধি ঘটিয়ে মুনাফা আদায়ের চেষ্টা করলে, কড়া পদক্ষেপ নেওয়া হবে : জেলাশাসক যাদব

বরাক তরঙ্গ, ১৭ জুন : অবিরাম বর্ষণে একদিকে জনজীবন বিপর্যস্ত অন্যদিকে ক্রমশ জল বাড়ছে লঙ্গাই-কুশিয়ারা -সিংলা নদীর। পাহাড়ে ভূমিস্খলনের ফলে রেল ও সড়কপথে বরাক উপত্যকা তথা করিমগঞ্জ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী দিসপুর সহ অন্যান্য প্রান্তের সঙ্গে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কায় জেলাবাসী আতঙ্কিত। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত বলে অভয় দেন স্বয়ং করিমগঞ্জের জেলাশাসক।

জেলাবাসীকে আতঙ্কিত না হওয়ায় পরামর্শ দিয়েছেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব। শুক্রবার রাতে জেলাশাসক জানান, পরিস্থিতি মোকাবিলায় জেলাপ্রশাসন প্রস্তুত রয়েছে। রেল ও সড়ক পথ বন্ধ থাকায় মূল্যবৃদ্ধি আশঙ্কা রীতিমতো উড়িয়ে দেন জেলাশাসক। তিনি বলেন, পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুত রয়েছে। যদি কোনো ব্যবসায়ী মূল্যবৃদ্ধি ঘটিয়ে মুনাফা আদায়ের চেষ্টা করেন তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েদেন জেলাশাসক।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *