মঙ্গলবার মাধ্যমিকের ফলাফল, মিলবে ১৪টি ওয়েবসাইটে

বরাক তরঙ্গ, ৬ জুন : অসম মাধামিক শিক্ষা পর্ষদ (সেবা) পরিচালিত মাধ্যমিক ও হাইমাদ্ৰাসা পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার সকাল দশটায় ঘোষণা করা হবে।
নিজের নিজের স্কুলের পরীক্ষার্থীরা পর্ষদের মোট ১৪টি ওয়েবসাইটে লাভ করবেন ফলাফল। ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে মার্কশিট এবং পাস-সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। নিজের নিজের রোল এবং নম্বর সংযুক্ত করে নিৰ্দিষ্ট স্থানে ক্লিক করলেই লাভ হবে ফলাফল।

ফলাফল প্রাপ্তির জন্য অসম মাধামিক শিক্ষা পর্ষদ যে ১৪টি ওয়েবসাইট চালু করেছে সেগুলি যথাক্রমে results.sebaonline.org, resultsassam.nic.in, www.indiaresults.com, www.results.shiksha, www.assam.shiksha, www.assamonline.in, exametc.com, www.schools9.com, https:results.net, asssamjobalerts.com, assamresults.in, necareer.com, www.jagaranjosh.com, এবং www.vidyavision.com।

উল্লেখ্য, এবার মোট ৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন ছাত্ৰছাত্ৰী মাধ্যমিক এবং হাইমাদ্ৰাসার চূড়ান্ত পরীক্ষায় বসেছিলেন। গত দু’বছর কোভিডের জটিল পরিস্থিতি কাটিয়ে এবার অনুষ্ঠিত হয়েছিল মাধ্যমিক ও হাইমাদ্ৰাসা পরীক্ষা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *