বক্তব্যে রাশিয়া, চিন ও ভারতকে একযোগে আক্রমন ট্রাম্পের
২৪ সেপ্টেম্বর : নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮০ তম অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার বসার পর এই প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ভাষণ দিলেন। সেখানে তিনি রাশিয়া, চিন ও ভারতকে একযোগে আক্রমন করে বোঝাতে চাইছেন, এই তিন দেশের বোঝাপড়া বিশ্ব রাজনীতি, অর্থনীতির অঙ্ক অনেকটা বদলে দিয়েছে। যা আমেরিকা এবং পশ্চিমা দুনিয়ার বিরোধী।
তিনি বলেন, সাড়ে তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারত ও চিন আর্থিক সাহায্য করছে। নয়াদিল্লি এবং বেজিংকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার আর্থিক মদত দাতা বলে চিহ্নিত করেন। মোদি এবং জিনপিঙের আর্থিক মদতের ফলে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে এত আগ্রাসন দেখাতে পারছে।

এছাড়াও ট্রাম্প তাঁর ভাষণে অভিবাসনকে গুরুতর আন্তর্জাতিক সমস্যা বলে চিহ্নিত করেন। সব দেশের অভিবাসনকারীদের বিষয়ে সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এবারের অধিবেশনে ভারত, চিন ও রাশিয়া বক্তার তালিকায় নেই৷ অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়া ও চিনের প্রেসিডেন্ট যথাক্রমে ভ্লাদিমির পুতিন এবং শি জিংপিন। বদলে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
অপরদিকে, যে মঞ্চে তিনি ভাষণ দিচ্ছেন সেই রাষ্ট্রপুঞ্জকে নিয়েই ট্রাম্প প্রশ্ন তোলেন। এনিয়ে তিনি বলেন, ‘এই মঞ্চের শুধু কথা আর ভাষন। কোনও যুদ্ধ থামাতে পারে না। আমি ভারত-পাক সহ সাতটি যুদ্ধ থামিয়েছি।’ ট্রাম্প আরও জানালেন, কিছু যুদ্ধ ৩১ বা ৩৬ বছর ধরে চলছিল। ওই যুদ্ধগুলির ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতদিন কেউ যুদ্ধগুলি থামানোর চেষ্টা করেননি। এমনকি ২০২২ সালে আমি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হত না।