ফিটনেস পরীক্ষায় মুখোমুখি হবেন শিলচরের ১২ রেফারি

বরাক তরঙ্গ , ১৩ মে : আগামী সোমবার শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন শিলচরের ১২ ফুটবল রেফারি। বার্ষিক ফিটনেসের এই পরীক্ষায় অংশগ্রহণকারী রেফারিদের মধ্যে রয়েছেন নির্মল ভট্টাচার্য (ক্যাট ২), আব্দুল মজিদ চৌধুরী (ক্যাট ৩), নির্মল সিং (ক্যাট ৩), শামিম আহমদ বড়ভূইয়া (ক্যাট ৩), শৈলেন্দ্র চন্দ্র দাস (ক্যাট ৩), কমরুজজামান লস্কর (ক্যাট ৪), ওমপ্রকাশ সিং (ক্যাট ৫), বাবুল মুড়া (ক্যাট ৫), নিরূপম দাস (ক্যাট ৫),  সিদ্দিক আলম লস্কর ক্যাট ৫), আশুতোষ রী (ক্যাট ৫) ও রাগীনি কুমারী সিং (ক্যাট ৫)। আসাম ফুটবল সংস্থা (এএফএ) পরিচালিত এই পরীক্ষার আসর বসছে গুয়াহাটির সাই স্টেডিয়ামে।

পরীক্ষায় অংশ গ্রহনের উদ্দেশ্য শনিবার সকাল শিলচর থেকে রেলপথে রওয়ানা দেবেন রেফারিরা।  উল্লেখ্য, প্রাক্তন জাতীয় রেফারি তথা শিলচর রেফারিজ ট্রেনিং সেন্টারের সচিব প্রবীর দাসকে এবারের  ফিটনেস পরীক্ষক হিসেবে শিলচর থেকে নিয়োগ করেছে এএফএ।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *