পড়ুয়াদের টিকাকরণ : র‍্যাপিড রেসপন্স টিম গঠন কাছাড়ে

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এক নির্দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের কোভিড টিকাকরণের সময় কোন প্রকার প্রতিকূল ঘটনা যদি ঘটে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট স্কুল প্রধানগণ স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য  কেন্দ্রের সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে, এর জন্য র‍্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার জন্য ডাঃ আব্দুল সাত্তার (৯৬৩১০৬৬৪৪২/ ৯৪৩৫১৭৯১০৭) এর সঙ্গে যোগাযোগ করা যাবে। অনুরূপভাবে বড়খলার জন্য ডাঃ শুভ্রদিপ দাস ( ৮৮৭৬০৩৩৫০৩/ ৭০০২৫৬৪৬৩৩), ধলাই ডাঃ সনম পান্ডে (৭৬৩৬৮৩০৯০০১), হরিনগর ডাঃ মৃন্ময় চক্রবর্তী, জালালপুর এলাকায় ডাঃ বিরাজ কান্তি দাস (৯৭০৬৫৬৮৯২২/৭০০২৮০১৬৭৭),  লক্ষ্মীপুর এলাকায় ডাঃ বাবুল হক ৯৮৫৪৬২০৭২১০/৭০০২৫৩৮৯৪৪) সোনাই এলাকায়  ডাঃ  আমিনুর ইসলাম লস্কর (৯৪০১৫৯০৬০৮) উধারবন্দ এলাকায় ডাঃ পিংকি দত্ত (৮৬৩৮৭২৭০৭৭/৮৭২১৮১৪১৯৪) এবং শিলচর আরবান এলাকায় ডাঃ অনুসূয়া দেব ফোন নম্বর (৮৪৮৬৬১১৩৩৬) এর সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
প্রতিবেদন : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *