দুই তপশিলি নেতাকে সম্মান জানাল সোনাইর তপশিলি সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা,
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : বিজেপি কাছাড় জেলা তপশিলি মোর্চার নব নির্বাচিত সভাপতি স্বপন শুক্লবৈদ্য ও মোর্চার প্রদেশ কমিটির সম্পাদক রাজেশ দাসকে জাকালো সংবর্ধনা জানিয়েছে সোনাইর তপশিলি সরকারি কর্মচারি ও অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সংস্থা। রবিবার সোনাইর এক ভবনে তাঁদের গামছা, স্মারক দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক অতুলকুমার শুক্লবৈদ্য। কাজের মাধ্যমে নিজেদের উত্তান করার আহ্বান জানিয়েছেন। স্বপন শুক্লবৈদ্য ও রাজেশ দাস আগামীতে তপশিলিদের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর কমিশনার দিপু কুমার দাস, সমীরণ ফুলমালি, বিজেপি সোনাই মণ্ডল সভাপতি অশোক গোয়ালা সহ অনেকে।