তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্থগিত জেএনইউ-র

১৫ মে : ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পক্ষ নিয়েছিল তুরস্ক। এমনকি ভারতের বিরুদ্ধে হামলা চালাতে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ড্রোন। যার জেরে তুরস্ককে নিয়ে ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। ইতিমধ্যেই তুরস্ক ‘বয়কট’ করার ডাক দিয়েছে ভারতীয় পর্যটকরা। আর এবার জাতীয় নিরাপত্তার কথা ভেবে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ (MoU) স্থগিত রাখার সিদ্ধান্ত নিল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)।

বুধবার জেএনইউ-এর এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে লেখা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তার কারণে তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। জেএনইউ দেশের সঙ্গেই রয়েছে।’ ২০২৫ সালে ৩ ফেব্রুয়ারিতেই তিন বছরের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মেয়াদ ছিল ২ ফেব্রুয়ারি, ২০২৮ পর্যন্ত। এই মউ চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং বিনিময়কে উৎসাহিত করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিল জেএনইউ।

তুরস্কের ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্থগিত জেএনইউ-র
Spread the News
error: Content is protected !!