ডলু চা বাগান লক আউট ঘোষণা অত্যন্ত অন্যায় ও অমানবিক বলল সমন্বয় কমিটি

বরাক তরঙ্গ, ৩০ জুন : বরাক উপত্যকার তিন জেলার জনগণ যখন ভয়াবহ বন্যার কবলে পড়ে সামান্য সরকারি সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হয়ে অসহায় ভাবে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে ঠিক তখনই ডলু চা বাগান কর্তৃপক্ষ হঠাৎ করে লক আউট ঘোষণা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটি। কমিটির পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়, গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের ভূয়ো প্রতিশ্রুতি দিয়ে চা বাগানের জমি বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত চুপিসারে বাগান কর্তৃপক্ষ করেছিল তা প্রকাশ্যে আসতেই কোনো কারণ ছাড়াই চা বাগানে লক আউট ঘোষণা করা হয়। বাগান কর্তৃপক্ষ চা শ্রমিকদের স্বার্থে চুক্তি করা হয়েছে বলে যে মিথ্যাচার করেছিল তা লক আউট ঘোষণা করায় প্রমাণিত হয়েছে।

ডলু চা বাগানের শ্রমিকরা প্রথম থেকেই মালিকপক্ষ ও সরকারের চূড়ান্ত শ্রমিক স্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করে আসছে। অথচ শ্রমিকদের বিশৃঙ্খল আচরণের মিথ্যা অভিযোগ তুলে ধরে গোটা চা বাগানে লক আউট ঘোষণা করা অত্যন্ত অন্যায় ও অমানবিক। ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটি লেবার কমিশনার ও জেলাশাসককে এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ডলু চা বাগান পুনরায় চালু করার জোরালো দাবি উত্থাপন করে। পাশাপাশি প্রত্যেক চা শ্রমিক পরিবারকে বর্তমান দুর্গত পরিস্থিতিতে লক আউট থাকা দিনগুলোর হাজিরা প্রদানেরও জোরালো দাবি উত্থাপন করে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *