ঘুংগুর বাইপাস পয়েন্ট রবিবার শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : আগামীকাল রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে শিলচরের ঘুংগুর বাইপাসে শহিদ মঙ্গল পাণ্ডের নবনির্মাণ মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে উঠেছে। এ দিন বিকেল ৪টায় ১০ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। ২২ফুট প্যাডেস্টেলের মধ্যে মোট ১৪লক্ষ টাকা ব্যায়ে শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে এদতঞ্চলে খুশির হাওয়া বইছে। অনুষ্ঠানে ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।যার মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এদিন জানিয়েছেন তাঁরা।

শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বরাকের প্রত্যেক স্তরের মানুষকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শহিদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপন কমিটির কর্মকর্তারা।

Spread the News
error: Content is protected !!