কফ সিরাপ : প্রেসক্রাইব করা চিকিৎসক গ্রেফতার
৫ অক্টোবর : কফ সিরাপ খেয়ে একের পর এক শিশু মৃত্যু। কফ সিরাপ আতঙ্কে একাধিক রাজ্যেই নিষিদ্ধ করা হয়েছে এই সিরাপ। এবার যে চিকিৎসক এই সিরাপ প্রেসক্রাইব করেছিলেন, যার কথা মতো ওষুধ খেয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে, তাঁকে গ্রেফতার করা হল।
রবিবার ভোরেই মধ্য প্রদেশের চিন্দওয়াড়া থেকে ডাঃ প্রবীণ সোনিকে গ্রেফতার করে পুলিশ। তিনি পিডিয়াট্রিসিয়ান। কফ সিরাপ খেয়ে মধ্য প্রদেশে যে ১১ শিশুর মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই এই চিকিৎসকের ক্লিনিকে এসেছিল বলেই জানা গিয়েছে। তিনি কোল্ডরিফ (Coldrif syrup) নামক সিরাপটি প্রেসক্রাইব করেছিলেন।

মধ্যপ্রদেশ সরকার শ্রীসান ফার্মাসিউটিকাল, তামিলনাড়ুর কাঞ্চিপুরমের যে কোম্পানি এই কোল্ডরিফ সিরাপ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গতকালই মধ্যপ্রদেশে কোল্ডরিফ সিরাপ বিক্রি, রাখা নিষিদ্ধ করে দেওয়া হয়। রাজস্থান, তামিলনাড়ুতেও নিষিদ্ধ করা হয়েছে এই সিরাপ।
সিরাপের ল্যাবরেটরি পরীক্ষা করে জানা গিয়েছে, কোল্ডরিফ সিরাপে ৪৮.৬ শতাংশ ডায়থিলান গ্লাইকল মেশানো হয়েছিল, যা নির্দিষ্ট সীমার থেকে অনেক বেশি। এর ফলেই সিরাপ বিষাক্ত হয়ে ওঠে। এমনিও এটি বিষাক্ত পদার্থ। তামিলনাড়ু ডিরেক্টরেট অব ড্রাগ কন্ট্রোলের তরফেও জানানো হয়েছে এই সিরাপ স্ট্যান্ডার্ড কোয়ালিটির নয়।
তামিলনাড়ুতে কোল্ডরিফের পাশাপাশি নেক্টক্সো-ডিএস (Nextro-DS) নামক আরেকটি সিরাপের বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে। এই সিরাপের রিপোর্ট এখনও আসেনি। কোল্ডরিফ সিরাপে সরাসরি কিডনিতে প্রভাব পড়ছে। কিডনি ফেলিওর, এমনকী মৃত্যুও হতে পারে বিষাক্ত ডায়থিলান গ্লাইকল কেমিক্যালে। যে শিশুদের মৃত্যু হয়েছে কাফ সিরাপ খেয়ে, তাদের সর্দি-কাশি হয়েছিল। চিকিৎসকের পরামর্শ মতো কাফ সিরাপ ও অন্যান্য ওষুধ খায় তারা। স্বাস্থ্যের সাময়িক উন্নতি হলেও, পরে ব্যাপক অবনতি হয় এবং কিডনিতে সংক্রমণ হয়ে মৃত্যু হয়।
খবর : TV9 বাংলা