ঈদের আগে মসজিদে বিস্ফোরণ

৩০ মার্চ : ঈদের ঠিক আগে বড়সড় বিস্ফোরণ ঘটল মসজিদে। রবিবার এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের বিড জেলায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই জন এলাকারই বাসিন্দা। ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎ বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। খোঁজ নিয়ে জানা যায়, মসজিদের মধ্যেই এই বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে।
