বরাক তরঙ্গ, ২৭ মার্চ : আগরতলা সেক্টর আসাম রাইফেলস ও পাথারকান্দি পুলিশ যৌথ অভিযানে ৫০ লক্ষ টাকার হেরোইন সহ তিন ব্যক্তিকে আটক করে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।
এদিকে এবিষয়ে আসাম রাইফেলস সুত্রে পাওয়া খবরে জানা গেছে, রবিবার গোপন সুত্রে পাওয়া খবর উপর ভিত্তি আগরতলা সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন সদর দপ্তর। জিএআর (ই) এর তত্ত্বাবধানে ও পাথরকান্দি পুলিশের যৌথ অভিযানে পাথারকান্দি থানা অধীন হাটখলা গ্রামে অভিযান চালিয়ে ১২৩ গ্রাম হেরোইন সহ এতে জড়িত থাকা তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি নগদ ১৭৯০০ টাকা বাজেয়াপ্ত করা হয়। পরে হেরোইন সহ ধৃত তিনজনকে পাথারকান্দি পুলিশের কাছে হস্তান্তর করে আসম রাইফেলস।
এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃতদেরকে পুলিশ থানায় আটকে রেখে টানা জিজ্ঞেসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ধৃতরা হলেন রূপজান বিবি, ইমরান হোসেন ও জাকির হোসেন। সবার বাড়ি পাথারকান্দি থানাধিন হাটখলা গ্রামে বলে জানিয়েছেন পাথারকান্দি থানার ইনিসপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।